
- ইন্টারভিউ দিয়ে সরকারি হাসপাতালে নিয়োগ 2025 : – তোমাদের জন্য দারুণ একটি সুখবর। সরকারি হাসপাতালে নিয়োগ 2025 যার জন্য নোটিফিকেশন রিলিজ হয়েছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে গ্রাজুয়েশন পাস যোগ্যতার প্রত্যেক ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে। তুমি যে রাজ্য থেকে বিলং করো না কেন প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউ এর ভিত্তিতেই তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে। অর্থাৎ কোন রকম রিটেন এক্সাম থাকছে না। বেতন 35,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে। ফর্ম ফিলাপ শুরু হয়েছে। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে দেখছো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কারণ আমি তোমাদের বিভিন্ন আপডেটগুলো প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। সেটা ডিস্ট্রিক্ট লেভেল হোক বা স্টেট লেভেল হোক বা সেন্ট্রাল লেভেল হোক। অবশ্যই কমেন্টে এখনই জানিয়ে দাও তোমার জেলার নাম

- নিয়োগ কোথায় : – চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে ওয়াকিন ডেট অর্থাৎ তোমাদের ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে 29শে মে 2025। এটা হলো তোমাদের ইন্টারভিউ এর ডেট। সকাল 10 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত তোমাদের ইন্টারভিউ এর টাইমিং থাকছে এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে। কি কি পোস্ট থাকছে সম্পূর্ণ ডিটেলসটা বলব।
তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ঠিক আছে সেটাকে ফিলাপ করতে হবে এবং তোমাদের ডিমান্ড ড্রাফট সেগুলোকে সব এক জায়গায় করে তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টও নেবে সঙ্গে কিন্তু জেরক্স কপিও নেবে দু কপি করে জেরক্স কপি নেবে এবং অরিজিনাল ডকুমেন্টস তোমরা সঙ্গে ক্যারি করবে।
সিলেকশন প্রসেসটা সেটা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ এর ভিত্তিতে হচ্ছে। অর্থাৎ ইন্টারভিউটা তোমাদের কিন্তু খুব একটা ভাইটাল একটা পার্ট থাকছে। যেখানে তোমাদের যে ডেট দেয়া হয়েছে সেই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে এবং তোমরা চেষ্টা করবে যেহেতু তোমাদের 10:00 টা থেকে টাইমিং থাকছে। তোমরা চেষ্টা করবে আটটা থেকে সাড়ে আট টার মধ্যে সেখানে উপস্থিত হয়ে যাওয়ার। এটা তোমাদের সুবিধার জন্যই বলছি।
ড্রাফট কত টাকা লাগছে? যারা এসসি এসটি পিডবলিউবিডি ক্যাটাগরি থেকে তাদের কোন এখানে আবেদন মূল্য লাগছে না।আদার ক্যাটাগরি থেকে যারা আছো তাদের 295 টাকা লাগছে। আদার ক্যাটাগরি মানে? যারা ইউআর ক্যান্ডিডেট আছো, যারা ইডবউএস ক্যান্ডিডেট আছো, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের 295 টাকা আবেদন মূল্য লাগছে।
- কি কি ডকুমেন্টস :- আগে তোমাদের বলে দিই যে ইনকমপ্লিট যদি অপ্লিকেশন হয় সেই অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। কোনভাবেই কিন্তু সেটা কনসিডার করবে না। তার জন্যই বলছি খুব সিনসিয়ার থাকো এই ব্যাপারে। এবং দেখো নেসেসারি ডকুমেন্টস
যেগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে নিতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টও তোমাদের লাগছে। এডুকেশন কোয়ালিফিকেশনের তোমার সার্টিফিকেট অর্থাৎ তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, ডেট অফ বার্থের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট । ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে সেটা দেবে। না থাকলে প্রয়োজন নেই। প্যান কার্ডের কপি কিন্তু লাগবে। আধার কার্ডের কপি এবং ব্যাংক পাসবুক লাগবে। তারপরে হচ্ছে তোমার যদি ইপিএফ বা ইএসআইসির যদি কোন কার্ড থাকে যারা প্রিভিয়াস এমপ্লয় আছে তাদের জন্য এটা ফ্রেশারদের জন্য নয়
যেটা বললাম অ্যাপ্লিকেশন ফিস এবং অরিজিনাল ডকুমেন্টস এবং তোমাদের জেরক্স কপি সেগুলো সবই তোমাদের ক্যারি করতে হবে অবশ্যই সেটাকে সেলফ এটেস্টেড করে নেবে। তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা এখানে উল্লেখ করতে হবে। ক্যান্ডিডেটের নেম দিতে হবে। তারপরে ফাদার নেম দেবে। ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে। আধার নাম্বার কম্পালসারি। অর্থাৎ আধার নাম্বার ছাড়া আবেদন করা যাবে না। তারপরে হচ্ছে তোমার যদি এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স নাম্বার থাকে সেটা তোমাকে মেনশন করতে হবে। প্যান কার্ডের নাম্বারও কিন্তু কম্পালসারি
অবশ্যই দিতে হবে। তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডবউএস সেটা তোমাকে মেনশন করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না, আনমারিড না উইডো সেটা মেনশন করবে। ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখে দেবে। রিলিজিয়ন কোন রিলিজিয়ন থেকে বিলং করছো হিন্দু মুসলিম খ্রিস্টান সেটা পারমানেন্ট এড্রেসের সম্পূর্ণ ডিটেলস তোমাদের দিতে হবে আপটু তোমাদের পিনকোড পর্যন্ত করেসপন্ডেন্স এড্রেসেও কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে যদি সেম হয়ে থাকে সেমই দেবে যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে সেটার ডিফারেন্ট এড্রেসটা দিয়ে দেবে
এরপরে হচ্ছে তোমাকে মেইল আইডি দিতে হবে মোবাইল নাম্বারে দুটো জায়গা আছে একটা মোবাইল নাম্বার দিলেও হবে কিন্তু একটা কিন্তু দিতেই হবে ঠিক আছে মাথায় রাখবে দুটো নাও দিতে পারো কিন্তু একটা কিন্তু দিতেই হবে। এরপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যেখানে তোমাকে মাধ্যমিক থেকে শুরু করতে হবে। কোন ইয়ারে পাস করেছো, কত টোটাল মার্কস ছিল, তুমি কত নাম্বার পেয়েছো, কত পারসেন্টেজ পেয়েছো সেটা দিতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম। গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে সেটাও তুমি দিতে পারো। হয়ে গেল। এরপরে যদি তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে সেটা তোমাকে ডিটেইলসটা এখানে মেনশন করতে হবে।
- কি কি পোস্ট আছে :- পোস্টের ক্ষেত্রে তোমাদের ওয়ার্ড ডিপার্টমেন্টের পোস্ট আছে। যেটা হচ্ছে পেশেন্ট কেয়ারের জন্য নিয়োগ করা হচ্ছে কোঅর্ডিনেটর। এখানে দেখো তোমাদের ফুলটাইম ব্যাচেলর ডিগ্রি। তারপরে 18,462 টাকা মতো তোমরা বেতন পাবে। তিনটি মতো ভ্যাকেন্সি আছে। আইটি পোস্ট আছে। নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ।
সেখানে তোমাদের ব্যাচেলর ডিগ্রি সাইন্স নিয়ে বা কম্পিউটার সাইন্স নিয়ে যদি যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। 300 টাকা প্রতি মাসে বেতন পাবে। তারপরে দেখো ওয়ার্ড এগুলো ডিপার্টমেন্ট এবং তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? ক্লিনিক্যাল ফার্মেসিস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে বি ফার্মা যদি তোমার পাঁচ বছরের এক্সপেরিয়েন্স থাকে 40,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। তারপরে দেখো এখানে হসপিটাল টেলিফোন অপারেটর। এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও এখানে গ্রাজুয়েশন সঙ্গে স্পেশাল ট্রেনিং ফর টেলিফোন অপারেটর নিয়ে যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারো।
21,500 টাকা মতো বেতন পাবে। তারপরে দেখো হাজরা ক্যাম্পাস তোমাদের ইনফেকশন কন্ট্রোল নার্স অর্থাৎ আইসিএন এর জন্য যেখানে বিএসসি নার্সিং এবং মিনিমাম দু বছরের অভিজ্ঞতা যদি থাকে আইসিএন এ কাজ করার তাহলে আবেদন করতে পারবে 35000 টাকা প্রতি মাসে বেতন পাবে আইটি এক্সিকিউটিভ এর জন্য তোমাদের এখানে বিটেক বিসিএ বা বিএসসি যদি যোগ্যতা থাকে 28000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে একটা নোটিফিকেশন এরপরে আরেকটা তোমাদের নোটিফিকেশন আছে যেটার জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের দেখো তোমাদের মাধ্যম পাস যোগ্যতা প্রয়োজন এবং অবশ্যই
তোমাদের কুকিং এর নলেজ থাকতে হবে এক্সপেরিয়েন্স থাকতে হবে 18993 টাকা মতো বেতন পাবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো তোমাদের কিভাবে শর্টলিস্টেড করা হবে যারা যারা আবেদন করবে তাদের আবেদন তোমাদের স্ক্রুটিনি করা হবে এবং যোগ্য প্রার্থীদের তাদের স্কিল এবং তোমাদের ইন্টারভিউ এর ভিত্তিতে সিলেকশন করা হবে এবং এখানে তুমি যদি আবেদন করতে চাও এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এমস এর তরফ থেকে ঠিক আছে এটা হল এমস দিল্লির তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে আবেদন অফলাইন মোডেই তোমাদের
করতে হবে। এডভার্টাইজমেন্ট নাম্বারটা লক্ষ্য রাখবে সেটা 512। তো এখানে যদি আবেদন করতে চাও তোমাদের এখানেও ডিমান্ড ড্রাফ দিতে হবে। এসসি এসটি পিডবলিউবিডিদের কোন আবেদন মূল্য লাগছে না। কিন্তু অন আদার ক্যাটাগরিদের 295 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে অ্যাপ্লিকেশন তোমাদের এই যে ফর্ম তোমাদের ফিলাপ করে সেটা তোমাদের এই ঠিকানায় তুমি স্পিড পোস্ট হোক বা রেজিস্টারড পোস্টে হোক যেকোন একটি মাধ্যমে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেইলসটা দেয়া আছে এবং তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা মেনশন